GofundBD Beta

FAQ

১। GofundBD কি?

উত্তরঃ GoFundBDএকটি ক্রাউডফান্ডিং (CrowdFunding) প্লাটফর্ম। ক্রাউডফান্ডিং প্লাটফর্ম হল এমন একটি যায়গা যেখানে সকলে মিলে একটু একটু করে টাকা দিয়ে কোন একটি লক্ষ্য অর্জন করার চেষ্টা করা হয়। যখন কোন লক্ষ্য অর্জন করতে প্রচুর অর্থের প্রয়োজন হয় যেটা একার পক্ষে সম্ভব হয়ে উঠে না, তখন সবাই মিলে অর্থ দিয়ে লক্ষ্যটি অর্জন করতে সচেষ্ট হয়। GofundBD ঠিক সেরকম একটি ক্রাউডফান্ডিং প্লাটফর্ম যা দাতা (Donor) ও গ্রহীতার (Fund Raiser) মধ্যে সংযোগ স্থাপন করে দিবে। এখানে পেমেন্ট গেটওয়ে না থাকায় আপাতত কেউ অনলাইনে অর্থ দান করতে পারবেন না।তাই GofundBD কে আমরা Donation Tracking System বলতে পারি।


২। GofundBD কি আমাকে অর্থ দিবে?

উত্তরঃ GofundBD আপনাকে কোন অর্থ দিবে না। GofundBD সাইটটিতে আপনার তৈরি করা ইভেন্ট দেখে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ আপনার দেওয়া অ্যাকাউন্ট এর তথ্য অনুযায়ী ডোনেট করবে এবং এই ডোনেশন আপনাকেই সংগ্রহ করতে হবে। GofundBD একটি ক্রাউডফান্ডিং টুল হিসেবে আপনার (অর্থসংগ্রাহক/FundRaiser) এবং দাতার অনুদান কে স্বচ্ছতা প্রদান ও হিসাব সংরক্ষণে সহায়তা করবে।


৩। GofundBD কি আমাকে অর্থ সংগ্রহ করতে সাহায্য করবে?

উত্তরঃ GofundBD অবশ্যই অর্থ সংগ্রহ করতে আপনাকে সাহায্য করছে এই প্লাটফর্মের সার্ভিস দিয়ে। এছাড়াও কিভাবে ডোনেশন পাওয়া যেতে পারে সেই পরামর্শ GofundBD দিতে পারে। এছাড়াও GofundBD আপনার ইভেন্টকে শেয়ার এর মাধ্যমে বিশ্বের মানুষের কাছে তুলে ধরতে পারে।


৪। GofundBD কি কোন চার্জ রাখবে?

উত্তরঃ GofundBD ফান্ড রেইজার অর্থাৎ গ্রহীতার অথবা দাতার কাছ থেকে কোন প্রকার চার্জ রাখবে না। তবে ভবিষ্যতে অনলাইন ট্রান্সফার এর ক্ষেত্রে ট্রান্সফার খরচ রাখবে এবং প্রতিটি ডোনেশন এ ডোনার এর কাছ থেকে একটি নির্দিষ্ট পরিমাণ চার্জ কাটবে। চার্জ কাটার সিস্টেম GofundBD এর Charging System এ পাওয়া যাবে। ।


৫। GofundBD সাইন আপ করতে চার্জ লাগবে কি?

উত্তরঃ GofundBD Sign Up সম্পূর্ণ ফ্রি।


৬। GofundBD কিভাবে কাজ করে?

উত্তরঃ GofundBD এর মাধ্যমে আপনি আপনার ইভেন্ট অথবা ক্যাম্পেইন পেইজ তৈরি করতে পারবেন এবং সামাজিক যোগাযোগ মাধ্যম দ্বারা বেশি বেশি শেয়ার এর মাধ্যমে ডোনেশন সংগ্রহ করতে পারবেন। ডোনার দের দ্বারা প্রদানকৃত অর্থের তথ্য হালনাগাদ এর মাধ্যমে স্বচ্ছতা ও হিসাব সংরক্ষণ সহজ করে দিবে।


৭। GofundBD কি কোন এনজিও প্রতিষ্ঠান??

উত্তরঃ না GofundBD কোন এনজিও প্রতিষ্ঠান নয়।


৮। GofundBD ইভেন্ট কিভাবে তৈরি করব?

উত্তরঃ GofundBD সাইটটিতে আপনি Create Event অপশন দেখতে পাবেন। সেখানে প্রবেশ করে আপনি আপনার প্রয়োজনীয় তথ্যগুলো সুন্দর করে উপস্থাপন করুন এবং আপনার ইভেন্ট পেইজ তৈরি করে ফেলুন এবং GofundBD এর অনুমোদন এর জন্য অপেক্ষা করুন। GofundBD আপনার ইভেন্টটি অনুমোদন করলেই আপনার পেইজ GofundBD ওয়েবসাইট এ প্রকাশিত হবে।


৯। GofundBD কি সকল ইভেন্ট কেই অনুমোদন দেয় প্রকাশ করার জন্য?

উত্তরঃ না। GofundBD সকল ইভেন্টকেই অনুমোদন দেয় না। GofundBD ক্যাটাগরি অনুযায়ী মিলিত না হলে অথবা GofundBD এর Terms and Conditions অনুযায়ী মিলিত না হলে GofundBD ইভেন্ট বাতিল অথবা বন্ধ ঘোষণা করতে পারে।


১০। GofundBD এর সাইটে ইভেন্ট প্রকাশিত হওয়ার অনুমোদন এর জন্য কতদিন অপেক্ষা করতে হবে?

উত্তরঃ ইভেন্ট অনুমোদন পাওয়ার ক্ষেত্রে ২-৩ দিন পর্যন্ত অপেক্ষা করতে হতে পারে। অনেক ক্ষেত্রে ভেরিফিকেশন প্রক্রিয়া যদি কোন কারণে বিলম্বিত হয় তাহলে আরো দেরি হতে পারে।


১১। GofundBD কি ফান্ড রেইজার অর্থাৎ ডোনেশন গ্রহীতার কোন ভেরিফিকেশন করে?

উত্তরঃ এটা GofundBD এর ইচ্ছা অনুযায়ী হয়ে থাকবে। অর্থাৎ ভেরিফিকেশন করতেও পারে আবার নাও করতে পারে। সেটা ইভেন্টের পেজে উল্লেখ থাকবে।েশন করে।


১২। GofundBD কি যেকোন কারণে ইভেন্ট বাতিল ঘোষণা করতে পারে?

উত্তরঃ GofundBD সকল ইভেন্টকেই অনুমোদন দেয় না। GofundBD ক্যাটাগরি অনুযায়ী মিলিত না হলে অথবা GofundBD এর Terms and Conditions অনুযায়ী মিলিত না হলে GofundBD ইভেন্ট বাতিল অথবা বন্ধ ঘোষণা করতে পারে।