আসসালামুআলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহু
আমার মা গত এক বছর হল ব্রেস্ট ক্যান্সারে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন আছে .উনি গ্রেট -3 স্টেজ -3 ট্রিপল নেগেটিভ ধরনের ক্যান্সারে আক্রান্ত হন. উনার চিকিৎসার জন্য এখন পর্যন্ত প্রায় পঁচিশ লক্ষ টাকা খরচ হয়েছে যার ব্যয় মেটানো আমাদের জন্য অত্যন্ত কষ্টসাধ্য হয়ে যাচ্ছ.
এই রোগ ডায়াগনোসিস করা থেকে শুরু করে প্রথম পর্যায়ে অপারেশন Cemo থেরাপি এবং বর্তমানে রেডিওথেরাপি চলমান রয়েছে পরবর্তীতে রেডিওথেরাপি এবং হরমোন থেরাপি প্রদান করা হব..
যার জন্য আরও প্রায় 5 লক্ষ টাকা প্রয়োজন
আমার মা বর্তমানে ইউনাইটেড হাসপাতাল এ চিকিৎসাদিন আছেন।