মোঃ আরিফ (২৬) থ্যালাসেমিয়া রোগে আক্রান্ত। প্রতি মাসে তাকে রক্ত নিতে হয়। একটা সার্জারি করার জন্য ডাক্তার পরামর্শ দেন, যেন তাকে আর রক্ত নিতে না হয়। ডাক্তারের পরামর্শ ক্রমে সে কিছু টাকা জমায়।
জুলাই মাসে তার সন্তান ভূমিষ্ঠ হবার পর, মা ও বাচ্চা উভয়ই অসুস্থ হয়ে যায়। আইসিইউ তে ভর্তি হয় অসুস্থ মা ও তার নবজাত সন্তান। ফলে মোঃ আরিফ স্ত্রী ও সন্তানের চিকিৎসার বাবদ তার জমানো টাকা সহ প্রায় চল্লিশ হাজার টাকা (৪০,০০০৳) ঋণ করে খরচ করতে হয়।
মোঃ আরিফ একটি আবাসিক ভবনে গার্ডের চাকরি করেন। ঋণের বোঝা বহন করা, নিজের ও পরিবারের চিকিৎসার খরচ চালানো তার পক্ষে নিদারুণ কষ্টসাধ্য।
তার অপারেশনের জন্য ৫০,০০০ টাকা প্রয়োজন। তাই তার এ দুঃসময় আপনার সাহায্যের হাত বাড়িয়ে দিন।
[Donate অপশনে গিয়ে দান করার পর ইভেন্টের নিচে আপনার নাম, মোবাইল নম্বর, বিকাশে শেষ তিনটি সংখ্যা ও টাকার পরিমান ও অন্যান্য তথ্য উল্লেখ করে দিন। এবং approve হবার জন্য কিছু সময় অপেক্ষা করুন। নাম গোপন রাখতে শুধু টাকার পরিমান উল্লেখ করে Anonymous দিতে পারেন। মোাবাইল নম্বর গোপন রাখা হয়। আশা করা যায়, আপনার দান অন্যদের উৎসাহিত করবে।]